নিজস্ব প্রতিবেদক : “সমাজসেবায় দেশ গড়ি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি“- এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইনের সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, পৌর কাউন্সির খন্দকার জাহিদ হাসান, হযরত আলী প্রমুখ।