নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির প্রতিষ্ঠাতা,সাবেক রাষ্টপ্রতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকাস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরহাদুল ইসলাম শাপলা, সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু, যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মন্ডল, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. ফজলুর রহমান ভূইয়া, প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিলে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জনগণের কল্যানের জন্য দোয়া করা হয়।