ভূঞাপুরে জে এস সি পরীক্ষায় ফরম পুরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
লোকাল নিউজ ডেস্কঃ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৮ সালের জে এস সি ও জে ডি সি পরীক্ষার ফরম পুরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ২৮ টি মাধ্যমিক স্কুলের সব ক’টিতেই বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর বেশী নিয়ে অষ্ঠম শ্রেণির শিক্ষার্থীদে ফরম পুরণ করছে। এবারের জে এস সি ও জে ডি সি পরীক্ষার বোর্ড নির্ধারিত ফি ২৫০ টাকা থাকলেও কোন শিক্ষা প্রতিষ্ঠানই তা মানছে না। সর্বনি¤œ ৫শ থেকে ১২শ টাকা পর্যন্ত নিচ্ছে কোন কোন প্রতিষ্ঠান। উপজেলার প্রাণ কেন্দ্রে ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ১ হাজার টাকা ও অগ্রিম ৫ মাসের বেতন ৭শ টাকা, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ৫শ অগ্রিম ২ মাসের বেতন ৩শ টাকা, রুহুলী উচ্চ বিদ্যালয় ১ হাজার, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় ৮শ, বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ে ১ হাজার টাকা নিয়ে তাদের ফরম পুরণ করছে বলে জানা যায়। ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লাল মাহমুদ জানান অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে আগামী তিন মাস তাদের বিশেষ কোচিং করানো হবে। কিন্ত ছাত্রীরা জানায় জানুয়ারী থেকে এ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ তাদের বাধ্যতা মুলক ভাবে স্কুলে কোচিং করতে হচ্ছে সকাল এবং রাতে যে কোচিং ফি প্রতি মাস ১১শত টাকা করে। এখন আবার অতিরিক্ত ফি দিয়ে ফরম পুরণ করতে হচ্ছে। এব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম জানান অতিরিক্ত ফি নেওয়ার ব্যপারে আমি জানিনা, বোর্ড নির্ধারিত ফি নিয়ে ফরম পূরন করার কথা। তা ছাড়া অনেক স্কুল তাদের বকেয়া বেতন, মিলাদের চাঁদা, অন্য কোন ফি থাকলে নিতে পারে।#
আপনার মতামত লিখুন