নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত টেকাব প্রকল্পের আওতায় আই.সি.টি ট্রেনিং ভ্যানের মাধ্যমে একমাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।সহকারি কমিশনার(ভূমি) মো. আসলাম হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনিরুল ইসলাম বাবু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ভোলা মিঞা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হালিম। এতে ৪০ জন বেকার যুবক যুবতী বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে।