আ: রশিদ তালুকদার: ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও হতদরিদ্র দেড় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে তন্নী এন্টারপ্রাইজের সত্বাধীকারী মো. কবির হোসেন।

শুক্রবার সকাল ১০ টায় ভূঞাপুর পৌর শহরের যমুনা সেতু কর্তৃপক্ষের রেস্ট হাউজে এই ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, আলু, সেমাই, চিনি ও সাবান। বিতরণকালে উপস্থিত ছিলেন, মো. লুৎফর রহমান, মো. তারিকুল ইসলাম তুহিন, বেল্লাল হোসেন।