নিজস্ব প্রতিবেদক: বজ্রপাত থেকে রক্ষার জন্য টাঙ্গাইলের ভূঞাপুরে ৬টি ইউনিয়ন ও পৌর এলাকা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাল গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) উপজেলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১’শত চারা বিতরণ করা হয়।চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলিফনূর মিনি, উপজেলা মহিলা লীগের সভাপতি মোছা. নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন রাসেল, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক প্রমুখ।