ভূঞাপুরে দুই চায়ের দোকানদারের মধ্যে সংঘর্ষে আহত ১

আলমগীর ভূঞাপুর:টাংগাইলের ভূঞাপুর উপজেলার রায়ের বাশালিয়া গ্রামে দুই চায়ের দোকানদারের মধ্যে সংঘর্ষে ১ জন আহত হয়েছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাউন্ড বক্স বাজানকে কেন্দ্র এ ঘটনা ঘটে।
জানাযায়,চায়ের দোকানদার আরিফ বেশি সাউন্ড দিয়ে বক্য্র বাজাতে থাকে পাশের দোকানদার হারুন অর রশিদ বিরক্ত হয়ে চায়ের দোকানদার আরিফকে উচ্চ আওয়াজে বক্য্র বাজানো নিষেধ করলে সাউন্ড না কমিয়ে আরিফ আরও বেশি সাউন্ড দিয়ে বক্য্র বাজাতে থাকে।এতে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়।পরে এলাকার লোকজন তাদের উভয়কে সরিয়ে দেয়।

এক সময় দোকানদার আরিফ তার বাবা আতর আলী আর ভাই শরিফুল ইসলামকে খবর দিয়ে এনে দোকানদার হারুন অর রশিদের ওপর হামলা চালায় এবং পিটিয়ে গুরতর আহত করে।আহত হারুনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হারুনের বড় ভাই বাদী হয়ে ভূঞাপুর থানায় দোকানদার আরিফ তার বাবা আতর আলী আর ভাই শরিফুল ইসলামমের নামে একটি অভিযোগ দিয়েছে।এব্যপারে ভূঞাপুর থানার উপ পুলিশ পরিদর্শক(এস আই)মোজাম্মেল হক বলেন, আমি ঘটনার তদন্ত করেছি ।গ্রামের লোকজন বসে মিটিয়ে দিতে চেয়েছে বাদী না মানলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরের পেপার বিক্রতা সামছ আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর আলেয়া পেপার হাউজের মালিক ( পত্রিকা বিক্রেতা) সামছুল আলম আর …

Leave a Reply

Your email address will not be published.