নিজস্ব প্রতিবেদক : ভূঞাপুরে নানির সঙ্গে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুই দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি নিখোঁজ হওয়া রব্বানীর (৬) । বৃহস্পতিবার দুপুরে উপজেলার পলশিয়া গ্রামের যমুনা নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়। সে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া এলাকার হাবিল উদ্দিনের ছেলে। শনিবার দুপুর পর্যন্ত পলশিয়ার যমুনা নদীতে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরিদল শিশুটির কোনো খোঁজ পায়নি।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার আতাউর রহমান জানান, যমুনা নদীর ২৫ ফুট পানির নিচে পর্যন্ত গিয়ে তল্লাশি চালানো হয়েছে। কিন্তু শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পানির গভীরতা আরো বেশি থাকায় তলদেশ পর্যন্ত গিয়ে তল্লাশি করা সম্ভব হয়নি। এছাড়া নদীতে তীব্র স্রোত থাকায় তল্লাশি কাজে বিঘ্ন ঘটছে।