ভূঞাপুরে দুর্নীতি বিরোধী সপ্তাহের কর্মসূচি পালন

 

নিজস্ব প্রতিবেদক : ‘বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় গত ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত টাঙ্গাইলের ভূঞাপুরে দুর্নীতি বিরোধী সপ্তাহ পালিত হচ্ছে। এ উপলক্ষে গত ২৭ মার্চ উপজেলার ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ভূঞাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ছেলে মেয়েদের মাঝে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ভুঞাপুর মডের পাইলট উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক রেবা হালদার, সহকারি মোঃ নুরুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সদস্য মোঃ তাইবুল ইসলাম সোয়েব, রমা রাণী ভৌমিক। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন ইবরাহীম খাঁ সরকারী কলেজের অধ্যাপক আনোয়ারুল ইসলাম পাপ্পু, উপজেলা মহিলা বিষয়ক কর্র্র্মকর্তা কনিকা মল্লিক, সাবেক প্রধান শিক্ষক আব্দুস ছালাম। বিতর্কের বিষয় ‘বাংলাদেশে দুর্নীতি সুশাসন প্রতিষ্ঠায় প্রধান অন্তরায়’ এতে প্রথম স্থান অধিকার করে ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা, শ্রেষ্ঠ বক্তা ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইকরামুল হাসান নাবিল ।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে বিলে মিলল বস্তাবন্দি মরদেহ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিল থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) …

Leave a Reply

Your email address will not be published.