ভূঞাপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে টিসিবি’র পণ্যবিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদ : টাঙ্গাইলের ভূঞাপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে শনিবার থেকে টিসিবির পণ্যবিক্রি শুরু হয়েছে।টিসিবির ডিলার এন এন এন্টারপ্রাইজ এ পণ্যবিক্রি করছে।

সূত্রজানায় প্রাথমিকভাবে ভূঞাপুরে ২ হাজার ৭শ লিটার সয়াবিন তেল,১ হাজার ৫শ কেজি চিনি,৩শ কেজি মশারির ডাল ও ১ হাজার ৫শ কেজি পেঁয়াজ বরাদ্দ দেওয়া হয়েছে। সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা,চিনি প্রতি কেজি ৫০ টাকা,মশারির ডাল প্রতি কেজি ৫০ এবং পেঁয়াজ প্রতি কেজি ৩৫ দরে বিক্রি করা হচ্ছে।একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল,২ কেজি চিনি,১ কেজি মশারির ডাল ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবে।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন বলেন, প্রাথমিক ভাবে এই বরাদ্দ দেয়া হয়েছে। ক্রেতাদের চাহিদা থাকলে চলমান থাকবে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন …

Leave a Reply

Your email address will not be published.