ভূঞাপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিপি)।

বুধবার (১৬ ফেব্রæয়ারি) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিপি) ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হবি, আব্দুল খালেক, আবু হানিফ খন্দকার সেলিমসহ প্রমুখ।বক্তারা দেশে চাল, ডাল, তেল, সার, বিদ্যুৎ, গ্যাস, পেট্রোল, ডিজেল, কিটনাশক, ঔষধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রনের দাবি জানান। তারা বলেন বেকার যুবকদের ঘুষ ছাড়া চাকরির নিশ্চয়তা বিধান ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সকল পাটকল চালু, বকেয়া বেতন পরিশোধ এবং ওএমএস-এ চাল বিক্রি বন্ধ করে দিন মজুর, ক্ষেত্রমজুরসহ সকল গরিব মানুষের জন্য রেশনিং প্রথা চালু করতে হবে। ভূঞাপুরে চরাঞ্চলের খাস জমি ভূমিহীন ক্ষেত্রমজুরদের মধ্যে বন্টনেরও দাবি জানান তারা।#

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.