ভূঞাপুরে ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে নারী ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারন শিক্ষার্থী ও মানবতার সেবায় ভূঞাপুর ফাউন্ডেশন।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ভূঞাপুর ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মঞ্চে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ ঘটিকায় “বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের উদ্ভোধন করেন শিক্ষার্থীরা। ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূঞাপুর-তারাকান্দি মহাসড়কে মানববন্ধন করেন সাধারন শিক্ষার্থী ও মানবতার সেবায় ভূঞাপুর ফাউন্ডেশন।

এসময় ঢাকা সিটি কলেজের ছাত্রী মাহাজাবিন তাসনিন মুনিয়া’সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
সিলেট এমসি কলেজ ছাত্রীকে ধর্ষণ এবং নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটায় এবং তা মোবাইলে ভিডিও ধারণ করে। পরে তারা ওই মহিলাকে অনৈতিক প্রস্তাব দেয়। সেই অনৈতিনক প্রস্তাবে মহিলা রাজী না হলে তারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

এছাড়াও গত সপ্তাহে সিলেটের মুরারি চাঁদ কলেজ এলাকায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে একজন নারী গণধর্ষণের শিকার হন। আমাদের সমাজে সাধারণত যেসব অন্যায়-অপকর্ম ও অপরাধমূলক কর্মকান্ড ঘটে, তার মধ্যে নিকৃষ্ট ও ঘৃণ্য্যতম হচ্ছে ধর্ষণ। নারী নির্যাতন রোধে বিভিন্ন আইন ও তাতে শাস্তির বিধান থাকলেও সামাজিক অবক্ষয়ের কারণে নারীর ওপর সহিংসতা দিনদিন বাড়েই চলছে।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, সারাদেশে যে ধর্ষণ শুরু হয়েছে তা থেকে আমরা মুক্তি চাই, আমাদের মা বোন যেন রাস্তা-ঘাটে স্বাধীনভাবে চলাচল করতে পারে সেই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমে এসেছি। অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সাথে ধর্ষণ ও নারী নির্যাতন রুখতে দ্রæত বিচার ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

মির্জাপুরে বাবাকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে বাবা আউয়ালকে ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published.