নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারের কৃষি যন্ত্রপাতি সহায়তার আওতায় ধান কাটার মেশিন হিসেবে পরিচিত কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির,উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট,পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুদুল হক মাসুদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা কৃষক লীগ সভাপতি মো. হযরত আলী প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো.জিয়াউর রহমান বলেন,ধান কাটার শ্রমিক স্বল্পতার কারনে ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হার্ভেস্টার দেওয়া হয়েছে। মেশিনটির দাম ২৮ লাখ টাকা। কয়েড়া গ্রামের কৃষক আব্দুর গফুর ১৪ লাখ টাকায় মেশিনটি ক্রয় করেছে। আর এ মেশিন দিয়ে প্রতি ঘন্টায় ৩ বিঘা জমির ধান কাটা যায়।পরে গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ি গ্রামে কম্বাইন হার্ভেস্টারের সাহায্যে ধান কাটার উদ্বোধন করা হয়।