নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে সারের মূল্য তালিকা না থাকা, সারের স্টক রেজিস্টার ও বিপণন রশিদের গড়মিল থাকা ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় ৩ জন ডিলারকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ভূঞাপুর বাজারের ২ জন ও উপজেলার গোবিন্দাসী বাজারের ১ জন সারের ডিলারকে এ জরিমানা করা হয়। এরমধ্যে ভূঞাপুর বাজারের মেসার্স বাছিদ স্টোরকে ৭ হাজার টাকা, মেসার্স সেতু ট্রেডার্সকে ৫ হাজার টাকা ও গোবিন্দাসী বাজারের হাজেরা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী। এসময় উপজেলা কৃষি সম্পসারণ অফিসার রাশেদুল হাসান ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী জানান, ভূঞাপুর ও গোবিন্দাসী বাজারের ৩ জন সারের ডিলারকে বিভিন্ন অনিয়মের কারণে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এধরণের অভিযান অব্যহত থাকবে।