মোঃ আব্দুর রহীম মিঞা , ভূঞাপুর: টাঙ্গাইলে ভূঞাপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সিএনজি হারালেন সৌরভ (১৭) নামের এক যুবক। সে কালিহাতি উপজেলার বানিয়া বাড়ীর ক্ষুদ্র ব্যবসায়ী সোয়েবের ছেলে ।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী নামাজের উদ্দ্যেশ্যে গিয়ে মসজিদের সামনে অজ্ঞাত যুবকটিকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখতে পান। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তার পরিচয় ঘটে সে বানিয়াবাড়ীর গ্রামের সোয়েবের ছেলে। সৌরভ জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের নেয় ৯ ফ্রেরুয়ারী সোমবার সকালে সিএনজি নিয়ে এলেঙ্গা সিএনজি স্টেশনে অপেক্ষা করছিলেন যাত্রীর জন্য। এতোমধ্যে বেলা ১২ টার দিকে ২৫-২৬ বছরের দুই জন যুবক ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বই নেওয়ার কথা বলে এলেঙ্গা থেকে তার সিএসজি ভূঞাপুরের উদ্দ্যেশ্যে অন্যকোন যাত্রী না উঠানোর শর্তে রিজার্ভ নেয়। পরবর্তীদের তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ভূঞাপুর উপজেলা জামে মসজিদের সামনে ফেলে রেখে সিএনজি নিয়ে পালিয়ে যায় । পরে স্থানীয়দের সহায়রতায় তার বাবা সোযেব বেলা ৪ টার দিকে অজ্ঞান অবস্থায় ছেলেকে নিয়ে ভূঞাপুর থেকে এলেঙ্গা উদ্দ্যেশ্যে নিয়ে যান।