লোকাল নিউজ ডেস্কঃ গ্রেড পুণ:বহালের দাবীতে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিবার কল্যাণ সহকারী সমিতির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ভূঞাপুর প্রেসক্লাব চত্ত্বরে উপজেলা পরিবার কল্যাণ সহকারী সমিতির সভাপতি সেলিনা আক্তারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পরিবার কল্যাণ সহকারী আয়শা সিদ্দিকা, নাজনিন নাহার, ছালেহা খাতুন, ফিরোজা খাতুন, নুরজাহান তালুকদার. নাজনিন সুলতানা, ছাবিনা ইয়াসমিন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা গ্রেড পরিবর্তনের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জারীকৃত পরিপত্র প্রত্যাহারের জোর দাবী জানায়।