লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরের পানিতে পড়ে তুবা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তুবা (২) উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। রোববার (০৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেনের দুই বছরের শিশু কন্যা তুবা বাড়ির পাশে একটি পুকুরের পাশে খেলতে যায়। এমন সময় শিশুটি পুকুরের পানিতে পড়ে গিয়ে ডাকচিৎকার করে। পরে শিশুটির মা ও চাচি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুবার চাচা জানান, খেলাধুলা অবস্থায় শিশুটি পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।