ভূঞাপুরে পুলিশের অভিযানে ১২ জন গ্রেফতার

মো: নাসির উদ্দিন, ভূঞাপুর সংবাদদাতা: টাঙ্গাইলের ভূঞাপুরে ১৩ ডিসেম্বর বুধবার সকালে অভিযান চালিয়ে ৮ জুয়ারি, ২ জন মাদক ব্যবসায়ী এবং ২ জন মহিলাসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। উপজেলার বীরহাটী’, পশ্চিম ভূঞাপুর,গোবিন্দাসী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মৃত কান্ঠু খাঁ’র ছেলে মো. সাহেব খাঁ (৪৫), মৃত কাদেরের ছেলে মো. নিজাম (৪০), মৃত ছামান শেখের ছেলে মো. আলতাফ (৩৮), মো. লাল মিয়ার ছেলে মো. আশরাফ আলী (৩৫), মো. ছবুর মন্ডলের ছেলে মো. ছালাম (৪০), আঃ কাদেরের ছেলে মো. নজরুল ইসলাম (৩৫), মো. মকবুল হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৮), মৃত বাহাদুর শেখের ছেলে মো. আঃ জলিল (৪২)। মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের বাদল তরফদারের ছেলে সুমন তরফরদার (৩২), বীরহাটী গ্রামের মৃত হামিদের ছেলে মো. জহিরুল (৪৮)। এ বিষয়ে ভূঞাপুর থানা তদন্ত কর্মকর্তা কাইয়ুম জানান, ১৩ ডিসেম্বর বুধবার ভোর সকালে অভিযান চায়িয়ে উপজেলা গোবিন্দাসী টি-রোডের দক্ষিণ প্রান্ত থেকে জুয়া খেলা অবস্থায় ৮জন, বীরহাটী ও পশ্চিম ভূঞাপুর থেকে ২ জন মাদকের পলাতক আসামী এবং ঘাটাইলের ২ জন মহিলাকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়। ১০ জনকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয় এবং মহিলাদের কে ভূঞাপুর থানায় বর্তমানে রাখা হয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.