ভূঞাপুরে পুলিশ সুপারের সুধী সমাবেশ
আঃ রশিদ তালুকদার : টাঙ্গাইলের ভূঞাপুরে গতকাল শনিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে ভূঞাপুর থানা পুলিশ প্রশাসন আয়োজিত মাদক ও জঙ্গী বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিনিয়র সহকারি পুলিশ সুপার কালিহাতী সার্কেল মাসুদুর রহমান মানিকের সভপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, ইবরাহীম খাঁ সরকারী কলেজের অধ্যক্ষ বেনজীর আহমেদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, ভূঞাপুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুস ছালাম, অর্জুনা ইউপি চেয়ারম্যন আইয়ুব আলী মোল্লা প্রমুখ। সমাবেশে জানায় বাংলাদেশে প্রতি ৭ জনে একজন মাদক সেবী। প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার বলেন মাদক ও জঙ্গীবাদ আমাদের সমাজে মহামারী আকার ধারণ করেছে। জঙ্গীবাদ আমরা যেভাবে নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছি সে ভাবে মাদক নির্মুলে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে।
আপনার মতামত লিখুন