লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে টানা তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদুল হক মাসুদ।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন, রিটার্নিং অফিসার ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন।তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে নৌকা প্রার্থী মো. মাসুদুল হক মাসুদ ৯ হাজার ৪৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪ হাজার ৫০৫ ভোট।আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) (জগ প্রতীক) আব্দুস ছাত্তার পেয়েছে ৩৬৮৯ ভোট।ভূঞাপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে ২১ হাজার ৭২৯ ভোটার রয়েছে, এর মধ্য ভোটাধিকার প্রয়োগ করেন ১৭ হাজার ৬৯০ ভোটার।নির্বাচন তফসিল অনুযায়ী ব্যালেটের মাধ্যমে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।