নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্থানীয় সেচ্ছাসেবী সংস্থা প্রতিভা ছাত্র সংগঠন।রবিবার ১২ (জানুয়ারী) সকালে উপজেলার ইবানী শিক্ষালয় ও পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শতাধীক শিক্ষার্থীর মধ্যে খাতা ও কলম বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ইবানী স্কুলের প্রধান শিক্ষিকা সুলতানা জাহান ফাতেমা, ভূঞাপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজান, অভিজিৎ ঘোষ, প্রতিভা ছাত্র সংগঠনের সভাপতি মো. জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল করিম, সহসভাপতি মো. রোকনুজ্জামান, মজনু, পুষ্পকলি বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষক মো. তৌফিকুর রহমান, আকতারুজ্জামান তালুকদার, খোদেজা বেগম, ফুলরেণু খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান প্রমুখ।