নিজস্ব প্রতিবেদক:‘শিক্ষা শান্তি পরিশ্রম ও উন্নতি’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সেবামূলক সামাজিক সংগঠন “প্রতিভা ছাত্র সংগঠন” এর ১০ম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) বিকেল ৪টায় উপজেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক মার্কেটের তৃতীয় তলায় সংগঠনটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে এক বাইসাইকেল শোভাযাত্রাসংগঠনের সভাপতি মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ানুল করিম রানার সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ইবরাহীম খাঁ সরকারি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল বাছেদ সরকার,ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক,গোপালপুরপ্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর থানার উপ-পরিদর্শক টিটু চৌধুরী, ভূঞাপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী রাজু, প্রভাতী কিন্ডার গার্টেনের পরিচালক এম কে হাতেম আলী, দৈনিক আমার সময় ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার ভূঞাপুর উপজেলা প্রতিনিধি কোরবান আলী তালুকদার, দৈনিক সকালের সময় ও ঢাকা টাইমস এর উপজেলা প্রতিনিধি ফরমান সেখ, দৈনিক ভোরের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহমুদ সাইদ প্রমুখ।