লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্থানীয় প্রতিভা ছাত্র সংগঠন। গতকাল বৃহষ্পতিবার দুপুরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে সংগঠনটির সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় প্রভাতি কিন্ডারগার্টেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহীম খাঁ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ফরিদুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাপস নারায়ন দে সরকার, সাংবাদিক আখতার হোসেন খান ও সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ছারোয়ার তালুকদার লাভলু প্রমুখ। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. রেজওয়ানুল করিম রানা, রোকনুজ্জামান রনি, মারুফ হোসেন, ফরিদুল ইসলাম, নাঈম হাসান, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম, সিমান্ত দাস, নাসির হোসেনসহ সংগঠনটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শতাধিক হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এটাও চেক করতে পারেন
টাঙ্গাইল জেলা বিএনপি‘র ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসমাবেশ
নিজস্ব প্রতিবেদক গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, বিদ্যুৎ, গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বর্তমান সরকারের সর্বগ্রাসী দূর্নীতি, …
একটি মন্তব্য
Pingback: ভূঞাপুর ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুঞাপুর লোকাল নিউজ