ভূঞাপুরে প্রতিভা ছাত্র সংগঠনের শীতবস্ত্র বিতরণ

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্থানীয় প্রতিভা ছাত্র সংগঠন। গতকাল বৃহষ্পতিবার দুপুরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে সংগঠনটির সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় প্রভাতি কিন্ডারগার্টেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহীম খাঁ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ফরিদুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাপস নারায়ন দে সরকার, সাংবাদিক আখতার হোসেন খান ও সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ছারোয়ার তালুকদার লাভলু প্রমুখ। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. রেজওয়ানুল করিম রানা, রোকনুজ্জামান রনি, মারুফ হোসেন, ফরিদুল ইসলাম, নাঈম হাসান, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম, সিমান্ত দাস, নাসির হোসেনসহ সংগঠনটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে শতাধিক হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *