ভূঞাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মহাসড়কের নামকরণের ঘোষনা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে গোবিন্দাসী আঞ্চলিক মহাসড়ককে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসড়ক’ নামে নামকরণের ঘোষনা দিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর)আসনের সংসদ সদস্য ছোট মনির।

মঙ্গলবার উপজেলা মিলনায়তনে প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর জীবন ও কর্মের উপর আলোচনা ও কেক কাঁটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলিফ নূর মিনি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন।পরে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কেঁটে এতিমখানার শিশুদের মুখে তুলে দেন এবং গৃহহীন একটি পরিবারকে গৃহ নির্মানের জন্য ঢেউ টিন প্রদান করেন সংসদ সদস্য ছোট মনির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা,যুগ্ম সম্পাদক মো.মিনহাজ উদ্দিন,সাহিনুল ইসলাম তরফদার বাদল,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্ত-কর্মচারী প্রমুখ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.