ভূঞাপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মো. নাসির উদ্দিন, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী ভূঞাপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এডিসি (শিক্ষা) শরিফুল ইসলাম। অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, ভূঞাপুর পৌর মেয়র মো. মাসুদুল হক মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বাবু, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংবাদকর্মীবৃন্দ।

উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগের মধ্যে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সবার জন্য বিদ্যুৎ। কর্মশালায় উক্ত বিষয়ের সমস্যাগুলো গ্রæপ ওয়ার্কের মাধ্যমে চিহ্নিতকরণ ও তার সমাধানের উপায় নির্ধারনের জন্য সুপারিশমালা প্রস্তুত করা হয়।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন …

Leave a Reply

Your email address will not be published.