ভূঞাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: “পুষ্টিমেধা দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রæয়ারি) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু। বক্তব্য রাখেন ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা ড. হুমায়ুন কবির, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জাহিদুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, দিদারুল ইসলাম খান মাহবুব প্রমুখ। উল্লেখ্য, মেলায় গরু-ছাগল, ভেড়া, মহিষ, কবুতর, কোয়েল, লেয়ার, ব্রয়লার, দেশি মোরগ-মুরগী, ডিম, ভেটেরিনারি ঔষধসহ ৪০টি স্টল অংশ গ্রহণ করে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক ও সাংবাদিকদের মাতা-পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভূঞাপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক ও সাংবাদিকদের প্রয়াত মাতা,পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল …

Leave a Reply

Your email address will not be published.