নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের মোড়কে চাল বিক্রির অপরাধে দুই চাল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলার নিকরাইল ও গোবিন্দাসী বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি। ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন দেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা জনাব ওয়াহিদুজ্জামান খান। এসময় ভূঞাপুর থানা পুলিশ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গোবিন্দাসী বাজারের চাল ব্যবসায়ী আলম মন্ডলকে ১৫ হাজার টাকা এবং নিকরাইল বাজারের ইব্রাহীম ট্রেডার্সের মালিক মোঃ শাহীন আলী ১০ হাজার টাকা।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি বলেন, পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক । ২০১০ সালের আইন লঙ্ঘন করায় দুই ব্যবসায়ীকে মোট ২৫০০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।