ভূঞাপুরে ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে এক যুবক গ্রেপ্তার


মামুন সরকার ভূঞাপুর ঃ ‘পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ ফেসবুকে এমন গুজব ছড়ানোর অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুরের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে ভূঞাপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহমান (২৩) উপজেলার পলশিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এ সময় এসব কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ১টি কম্পিউটার উদ্ধার করা হয়। শনিবার দুপুরে টাঙ্গাইলের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ।


তিনি বলেন, গ্রেফতারকৃত যুবক তার নিজের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে ভুয়া ফেসবুক আইডি, পেইজ ও গ্রুপ খুলে ‘পদ্মা সেতু নির্মানে মানুষের মাথা লাগবে’ এমন একটি পোস্ট দেয়। যা পরবর্তীতে একাধিক শেয়ার হয়। এতে জনমনে ভিতির সৃষ্টি হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। পরে তাকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *