ভূঞাপুরে বজ্রপাতে একজনের মৃত্যু আহত ২

নিজস্ব প্রতিবেদক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জয়দেব হালদার(৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।শুক্রবার ভোরে প্রবল বর্ষণের সময় এ ঘটনা ঘটে।সে পৌর এলাকার বেতুয়া পলশিয়া গ্রামের ধলু হালদারের ছেলে। দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ।
স্থানীয়রা জানান, উপজেলার গোবিন্দাসী এলাকায় যমুনা নদীতে শুক্রবার ভোরে জয়দেব হালদারসহ অপর তিন জেলে মাছ ধরতে যায়।সে নৌকার পিছনের দিকে ছিল। হঠাৎ তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।এ সময় তার সাথে থাকা অপর দুজন জেলে সামান্য আহত হয়।তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরের পেপার বিক্রতা সামছ আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর আলেয়া পেপার হাউজের মালিক ( পত্রিকা বিক্রেতা) সামছুল আলম আর …

Leave a Reply

Your email address will not be published.