নিজস্ব প্রতিবেদক::টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ভূঞাপুরের অলোয়া ও গোবিন্দাসী ইউনিয়নের বন্যার্ত অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছেন।

রবিবার (১৯ জুলাই) বেলা ১১ টার দিকে অলোয়া ইউনিয়নের ৩ শ পরিবার ও সাড়ে ১২ টার দিকে গোবিন্দাসী ইউনিয়নের ৭শ ৪০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাসরীন পারভীন,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু,অলোয়া ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ,গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু,অলোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল খালেক,গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দুলাল হোসেন চকদার প্রমুখ। এছাড়া গত শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাসরীন পারভীন,সহকারি কমিশনার(ভূমি) মো. আসলাম হোসাইন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম কন্ট্রাক্ট-৭ বাঁধে আশ্রয় নেওয়া শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন।ভূঞাপুরে বন্যার্তদের মাঝে ছোট মনির এমপি’র ত্রান বিতরণ