লোকাল নিউজ ডেস্ক :
টাঙ্গাইলের ভুঞাপুরে সাম্প্রতিক কালের ভয়বহ বন্যায় ক্ষতিগ্রস্থ পৌরসভা ও ৬টি ইউনিয়নের ৩৪৩ জন খামারীর মাঝে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদের কার্যালয়ে গো-খাদ্য বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়, জেলা প্রশাসন, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদের উদ্যোগে এ খাদ্য বিতরণ করা হয়।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তর সম্প্রসারণ বিভাগের পরিচালক ডা. শেখ আজিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, টাঙ্গাইলের উপ-পরিচালক ড. আ হ ম সাইফুল ইসলাম, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলামুর রহমান, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, খামারী পুংলিপাড়া গ্রামের মহর আলী ও আব্দুল লতিফ প্রমূখ।
একটি মন্তব্য
Pingback: এ সরকার জনগণের ভোটে হয় নাই তাই বন্যায় তাদের পাশে নাই ভুঞাপুর লোকাল নিউজ