মো আব্দুর রহীম মিঞা, ভূঞাপুর : বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাবো সবাই মিলে” শ্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে থেকে একটি আনন্দর্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চত্তরে গিয়ে শেষ হয়। পরে বীমা উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নারগিস আক্তার, উপজেলা বীমা অফিসার্স এসোসিয়েশন সভাপতি মো. আব্দুর রাজ্জাক, সম্পাদক সিরাজুল ইসলাম কিসলু,তুহিন, মোঃ কায়ছার খান, সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, শাহআলম প্রামাণিক, বিআরডিবির চেয়ারম্যান মাহমুদুল হাসান, সাংবাদিক অভিজিৎ ঘোষ, কামাল হোসেন, আব্দুল লতিফ তালুকদার,মোঃ আব্দুর রহীম মিঞা, ফরমান শেখ, রফিকুল ইসলাম রবি প্রমুখ।