নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার বরুয়া এলাকায় পাকা রাস্তার পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় ঐ তরুণীর লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়ারা জানান, বরুয়া গ্রামের আমিনুল ইসলামের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পাশে একটি প্লাস্টিকের বস্তা পরে থাকতে দেখে সন্দেহ হলে।এলাকার লোকজন বস্তার মুখ খুলিয় ভিতরে এক তরুণীর মরদেহ দেখতে পায়। সাথে সাথে স্থানীযরা পুলিশকে খবর দেয়, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাব বলেন, আমরা বস্তাবন্দি অবস্থায় তরুণীর লাশটি উদ্ধার করেছি। লাশটির শনাক্তের জন্য ময়নাতদন্তসহ আমাদের সকল কার্যক্রম অব্যহত রয়েছে।