অভিজিৎ ঘোষ , টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে যমুনা নদীতে স্থাপিত বাংলা ড্রেজার ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জিগাতলা এলাকায় অভিযান চালিয়ে ৩টি অবৈধ ড্রেজারের পাইপ ভেঙে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলার জিগাতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এরআগে যমুনা নদীতে ৩টি বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করেছে ড্রেজার মালিকরা। পরে স্থাপিত ৩টি ড্রেজারের পাইপ ভেঙে গুড়িয়ে দেয়া হয়। অবৈধ বাংলা ড্রেজার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।