ভূঞাপুরে বাবা-মার অভিযোগে ছেলে কারাগারে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে নেশাগ্রস্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন বাবা-মা।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (৫ সেপ্টেম্বর) নেশাগ্রস্ত জাহিদুল ইসলাম (২০) নামে ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড দেন। কারাদণ্ডপ্রাপ্ত জাহিদুল উপজেলার অর্জুনা ইউনিয়নের কুঠিবয়ড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, অভিভাবকদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের নেশাগ্রস্ত ছেলেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে মুনিয়া হত্যা মামলার আসামি স্বামী মুস্তাক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ভূঞাপুরে জান্নাতুল ফেরদৌস মুনিয়া (৩১) হ”ত্যা” মামলার আসামি স্বামী মুস্তাককে (৪৭)গ্রেফতার …

Leave a Reply

Your email address will not be published.