ভূঞাপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ৩ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাটিতাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কালিহাতি উপজেলার রাজাবাড়ি এলাকার মুক্তার হোসেনের ছেলে সুমন, গোপালপুর উপজেলার বেলুয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে হাবিব ও রংপুরের হাজির হাট এলাকার হুজুর আলীর ছেলে আশরাফ আলী। তারা বালু নেয়ার নাম করে মাদক পাচার করে আসছিলো।
এবিষয়ে ভূঞাপুর থানার এসআই লিটন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুর সড়কের পাটিতাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় পিকআপের ভিতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় পিকআপ চালক সুমন এবং মাদক ব্যবসায়ী হাবিব ও আশরাফ আলীকে।