নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বাল্য বিয়ের দায়ে বর ও কনের অভিভাবকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত ১৬ অক্টোবর রাতে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন পারভীন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের নিকলাপাড়া থেকে তাদেরকে আটক করে ।

জানা যায়, উপজেলার নিকলাপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে ইউনুসের (১৫) সাথে পাশের মেঘারপটল গ্রামের ষষ্ঠ শ্রেণি পড়–য়া মেয়ে খাদিজার (১৩) সাথে গত ১৪ অক্টোবর গোপনে বিয়ে সম্পন্ন করে। সে সময় বিষয়টি গোপন রাখা হলেও পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন পারভীন, সহকারী কমিশনার (ভুমি) আসলাম হোসাইনকে সঙ্গে নিয়ে বুধবার রাতে অভিযান পরিচালনা করে শিশু খাদিজা ও তার বাবা সোহরাব আলী, ছেলের বাবা নূরুল ইসলামকে আটক করে। পরে রাতেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে উভয় অভিভাককে ১০ হাজার টাকা করে অর্থ দন্ড করে। অনাদায়ে ৬ মাসে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। সেই সাথে উভয় অভিভাবক ছেলে ও মেয়েকে দুই বছর আলাদা রাখার মুচলেকা প্রদান করেন।