ভূঞাপুরে বিএনপির যুগ্ম সম্পাদকসহ শতাধিক নেতা কর্মীর আওয়ামী লীগে যোগদান

কামাল হোসেন ঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এবং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলমসহ শতাধিক নেতা কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদের হাত ধরে তারা আওয়ামী যোগদান করেন। নব্য যোগ দেয়া জোয়াহেরুল ইসলাম জোয়াহের বলেন, আওয়ামী লীগের রাজনীতি আমার ভালো লাগে। তাই আওয়ামী লীগের প্রতি আকৃষ্ট হয়েই আমিসহ আমার অনুসারি শতাধিক নেতা কর্মী যোগদান করেছি। বাকি দিনগুলো আওয়ামী রাজনীতির সাথেই নিজেকে সম্পৃক্ত রাখবো। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গোলমি কিবরিয়া বড় মনির, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, সাধারন সম্পাদক মো.দুলাল হোসেন চকদার, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, সাধারন সম্পাদক মাসুদুল হক মাসুদ, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক আব্দুল বাছেদ আকন্দ বাদশা, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম তালুকদার দুদু, সাধারন সম্পাদক খোরশেদ আলম, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, সাধারন সম্পাদক, মাহবুব হোসেন, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদল মিয়া, সাধারন সম্পাদক আব্দুল খালেকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *