ভূঞাপুরে বিএনপি-জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি-জামাতের ডাকা দেশব্যাপি হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল এবং শান্তি সমাবেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিউজ্জামাল রোমেল সমর্থক গোষ্ঠীর উদ্যোগে হরতাল-অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করা হয়।
সমাবেশের শুাংতে ভূঞাপুর প্রেসক্লাব চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হয়। পরে সেখান থেকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বর ঘুরে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিউজ্জামাল রোমেল সমর্থক নেতাকর্মীরা।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন- অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. লিয়াকত হোসেন খান (মাস্টার), অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সংম্পাদক মো. আব্দুস ছাত্তার মন্ডল, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন রনি, অর্জুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন সরকার, গাবসারা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছানোয়ার হাসান সরকার উজ্জল প্রমুখ।
আপনার মতামত লিখুন