ভূঞাপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রচারণা ও সচেতনতামূলক কর্মশালা

মোঃ  আব্দুর রহীম মিঞা- ভূঞাপুর: ‘সুস্থ থাকুন চোখের যন্ত্র নিন’ এই প্রতিপ্রাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক চক্ষু পরিচর্যা ও চিকিৎসা সেবামূলক কার্যক্রম প্রচার-প্রচারণা সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন চাইল্ড সাইট ফাউন্ডেশন (সিএসএফ গ্লোবাল) নামে একটি আন্তর্জাতিক  বেসরকারি গবেষণা এবং সেবাধর্মী প্রতিষ্ঠান। কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ। এসময় বক্তব্য রাখেন- ভূঞাপুর চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এম.জি মাহমুদ ইজদানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হাছান মামুন, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল,  ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মওলানা মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী, সংবাদকর্মী ফরমান শেখ, সিএসএফ গ্লোবালের এডভোকেসি সাসটেইনেটিলিটপ অফিসার সুলতানা চিশ্তী, প্রোগাম অফিসার রিসাদ সুলতানা, ভূঞাপুর দৃষ্টি কেন্দ্রের অপ্টোমেট্রিস্ট আইয়ুব খান, মোঃ আব্দুর রহীম মিঞা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে স্বাগত বক্তব্য রাখেন, সিএসএফসের অ্যাডমিন ফাইনাল অফিসার মাহাতাবুর রহমান। অনুষ্ঠানে জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন সামাজিক সেবামূলক সংগঠনের সদস্যরা কর্মশালায় অংশ নেন। কর্মশালায় প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবাসহ শূন্য থেকে ১৮ বছর বয়সীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন বক্তারা।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.