ভূঞাপুরে বিরল নাইট কুইন প্রস্ফুটিত

মোঃ মিজানুর রহমান ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ভূঞাপুর বাজারের দরিদ্র কাপড় ব্যবসায়ী আঃ মজিদের বাসায় বিরল প্রজাতীর ফুল নাইট কুইন (রাতের রানী) প্রস্ফুটন ঘটে। পৌর এলাকার কাঠাল বাগানের ভাড়া করা বাসায় বসবাস করে থাকে আঃ মজিদ ও তার স্ত্রী মমতাজ বেগম। ছোট বেলা থেকেই বাগান করা ও ফুলের প্রতি অতিরিক্ত ভালবাসার কারনে বাসায় বিভিন্ন প্রজাতীর ফুলের গাছ বপন করে মমতাজ। তিনি জানান মঙ্গলবার রাত ৮টা থেকে গাছের পাতা থেকে প্রথমে কলি পরে সাদা দবদবে ফুল ফুটতে থাকে এবং রাত ১০টার মধ্যে পুর্নাঙ্গ ফুলে রুপ নেয়। বিরল এই ফুল দেখার জন্য আশেপাশের লোকজন রাতে ভিড় জামাতে থাকে। অনেকে ফুলের এই প্রস্ফুটন দেখে আবেগে আপ্লুত হয়ে যায়। ৬ বছর আগে এই গাছেই আর একটি ফুল ফুটে ছিল। জানা যায় দরিদ্র পরিবারে থেকেও স্বামী-স্ত্রী অকৃত্রিম ভালবাসার কারনে স্থানীয় সাংবাদিক বদিউজ্জামান খান এই জুটি কে ভূঞাপুরের সেরা জুটি হিসেবে পুরস্কার প্রদান করেন।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইল জেলা বিএনপি‘র ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, বিদ্যুৎ, গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বর্তমান সরকারের সর্বগ্রাসী দূর্নীতি, …

Leave a Reply

Your email address will not be published.