নিজস্ব প্রতিবেদক: গতকাল ভূঞাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ। উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক আয়োজিত র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে স্থানীয় বাসষ্ট্যান্ড প্রদক্ষিন করে আবার উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, সমাজসেবা কর্মকর্তা মো. শহিদুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সংক্ষিপ্ত আলোচনা সভা পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।