লোকাল নিউজ ডেস্ক ঃ “পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার” এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ভূঞাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বুধবার র্যালী বের করার কথা থাকলেও র্যালি না করে শুধু ফটো সেশন করা হয়।পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হালীম এডভোকেট, ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল,মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ এনজিও প্রতিনিধি। পরে পরিবার পরিকল্পনা কাজে বিশেষ অবদানকারী কর্মকর্তা কর্মচারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।