মো. নাসির উদ্দিন, ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। সোমবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ব পানি দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার শহীদুজ্জামান মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক।