মামুন সরকার ভূঞাপুর প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে ৭০ তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, উপজেলা কৃষি অফিসার মো.জিয়াউর রহমান, ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অথনীতি বিভাগের অধ্যাপক মো.আশরাফ হোসেন, ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি আতোয়ার রহমান তালুকদার মিন্টু, মানবাধিকার কমিশন ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন সরকার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল আলীম আকন্দ, মানবাধিকার কমিশনের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক ব্যাংকার, ইদ্রিস আলী ভূইয়া, আবদুল মজিদ মন্ডল, যুগ্ম সম্পাদক ইব্রাহীম ভূইয়া, আব্দুল লতিফ তালুকদার, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়েন উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক বশির আহমেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক সোহেল সরকার, নির্বাহী সদস্য মাহমুদুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এটাও চেক করতে পারেন
জামায়াতের আর্থিক সহায়তা পেলো ভূঞাপুরের শহিদ পলাশের পরিবার
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ মো. ফিরোজ তালুকদার পলাশের পরিবারের পাশে …