নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক মহিলা বিষয়ক কর্মকর্তার্ কার্যালয় থেকে এ আলোচনাসভা ও সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপজেলা নিবাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক প্রমুখ।