লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে বেসরকারি কলেজ শিক্ষক কর্মচারীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ব্যানারে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীদের ন্যায় ৫% বার্ষিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতাসহ ১১ দফা দাবিতে এ কর্মসূচী পালন করা হয়। স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সের সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন অধ্যক্ষ সাইদুল ইসলাম, অধ্যাপক আব্দুল মান্নান, ড.অধ্যাপক মনোয়ারুল ইসলাম মনো ও সহকারি অধ্যাপক আলী রেজা। পরে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি ভূঞাপুর উপজেলা শাখার আহ্বায়ক অধ্যাপক শফিউদ্দিন তালুকদার স্মারকলিপিটি পাঠ করে তা উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করেন।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুর অঞ্চল কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে “ভূঞাপুর অঞ্চল কিন্ডার গার্টেন” বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ …