নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩ ও ৬ মাস মেয়াদী বেসিক ট্রেড কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কম্পিউটার বেসিক ট্রেডের দুটি প্রোগ্রামে,কম্পি উটার অফিস অ্যাপ্লিকেশন ও কম্পিউটার ডাটাবেস প্রোগ্রামে আজ( ৫ জুলাই) শুক্রবার সকাল ১০ টায় উপজেলার ভুঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩ ও ৬ মাস মেয়াদী বেসিক ট্রেড কোর্সের পরীক্ষায় তিনটি কেন্দ্রে মোট ১২’শ সাত জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৮৫ জন উপস্থিত ছিল। অনপুস্থিত ছিল ১’শ ২২ জন।
কেন্দ্র সচিব লিয়াকত আলী তালুকদার জানান আমার কেন্দ্রে খুব সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মডার্ণ কম্পিউটার ইনস্টিটিউট কেন্দ্রের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা শেষ হয়েছে। আমার নিকট কোন প্রকার অসংগতি ধরা পড়েনি।
এ দিকে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুর সচিব আবু তালহা সোহেল বলেন আমার কেন্দ্রে কোন প্রকার অনিয়ম হয়নি।
সংবাদ পরিবেশনে কৃপনতা করা অনুচিত।