নিজস্ব প্রতিবেদক : “জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এই শ্লোগান নিয়ে ভুঞাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয়ের তত্বাবধানে ‘বৈদেশিক কর্ম সংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় উপজেলা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো.আসলাম হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক কার্তিক দেবনাথ, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পারিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মহি উদ্দিন আহমেদ প্রমুখ। সেমিনারে সরকারি কর্মকর্তা,সাংবাদিক,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও জন প্রতিনিধিসহ ৭০ জন অংশ গ্রহণ করেন।