ভূঞাপুরে বৈদ্যুতিক আগুনে ধানসহ আসবাবপত্র পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে বৈদ্যুতিক মিটার থেকে একটি বসতবাড়িতে আগুন লেগে ১০০ মণ ধান পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও ঘরে থাকা অন্যান্য আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২২আগস্ট) ভোর রাতে উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি দক্ষিণপাড়া এলাকায় সোহেল তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেল তালুকদার জানান- রাতে হঠাৎ পোড়ার গন্ধ পেয়ে তাড়াতাড়ি ঘর থেকে বের হই।পরে আগুন পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমার ৮০ মণ ও আরেক প্রতিবেশীর রাখা ২০ মণ ধানসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। তিনি আরও জানান, আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত ছুটে আসলে তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করতে পারিনি।আগুন লেগে ঘরে থাকা নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসরের ডিউটিরত সদস্য সুব্রত সরকার মুঠোফোনে জানান- স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর জানতে পেরে দ্রুত ঘটানাস্থলে যাওয়ার পথে জানতে পারি স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।পরে ঘটনাস্থলে আর যাওয়া হয়নি।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন …

Leave a Reply

Your email address will not be published.